• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আপন আলোয় পৃথিবী রাঙানোর স্বপ্ন দেখেন ক্যোরিওগ্রাফার সাকিব

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০১৯, ১৭:৫০ | আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৮:৪০
বিনোদন ডেস্ক

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা কে এম সাকিব এখন ব্যস্ত ক্যোরিওগ্রাফার। ২০০০ সালে থেকে মডেলিং শুরু করা সাকিব ধীরে ধীরে ক্যোরিওগ্রাফার হিসেবে গড়ে নিলেন নিজের শক্ত অবস্থান। এখন এই ক্যোরিওগ্রাফার মেধা আর রুচির সমন্বয়ে ফ্যাশন শো গুলোতে ভিন্ন ভিন্ন কিউ সাজিয়ে উপস্থাপন করেন। তারই ধারবাহিকতায় তিনি বাংলাদেশের বিভিন্ন বড় বড় হোটেল, ক্লাব, ও ইন্সটিটিউট এ শো’র পরিচালনা করেছেন।

এছাড়াও তিনি ঢাকার বাইরে যেমন চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, বিভিন্ন জায়গায় শো করেছেন। দেশের টপ মডেলরা তার শো তে কাজ করেছে। শুধু দেশেই নয় দেশের বাইরে নেপালেও তিনি শো করে এসেছেন, যা তাকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।

এখানে তিনি মডেলিং এ আসা নতুন ছেলে মেয়েদের নিজ হাতে প্রশিক্ষন দিয়ে থাকেন, এবং একজন মডেল হয়ে ওঠার পেছনেও তার অবদান চোখে পড়ার মতো। তার প্রশিক্ষন দেওয়া অনেক মডেলই এখন ভাল অবস্থান করতে সক্ষম হচ্ছে।

ফ্যাশন ও মডেলিং নিয়ে তার ভবিষৎ ভাবনা সুদূর প্রসারী। ভাল কাজের মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করার লক্ষে কাজ করে যাচ্ছেন তিনি।তার ফ্যাশন শো গুলোতে দেশীয় ফ্যাশনই ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকেন।

এগুলোর পাশাপাশি তার আরও একটি পরিচয় আছে, কেননা মাঝেমাঝেই তাকে অভিনয় করতে দেখা যায়।

এসবের পাশাপাশি তিনি শর্ট ফিল্ম ও ছোট পর্দায় অভিনয়ও করে থাকেন। অভিনয়ের পাশাপাশি গল্প লেখেন এবং পরিচালনা করে থাকেন|

মেধাবী এ তরুণ একদিন আপন আলোয় পৃথিবী রাঙাবেন বলে স্বপ্ন দেখেন।

পিবিডি/ ইকা/ ওএফ

সাকিব,ক্যোরিওগ্রাফার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close