Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textমালয়েশিয়ায় পুলিশ সদস্যের ছদ্মবেশে বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে প্রতাকর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ৷চলতি মাসে ইপু শহরের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে ৷
আটককৃত পাঁচ সদস্যের মধ্যে একজন পুলিশ সদস্য বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ ৷
পুলিশ এর কাছে থাকা তথ্য মতে, এই প্রতারক চক্রটি জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত নয়টি ডাকাতি করেছে ৷ ফৌজদারি তদন্ত বিভাগের প্রধান সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইয়াহিয়া আব্দ রহমান জানান, গ্যাং সদস্যরা হোস্টেল বা নির্মাণ সাইটগুলির কাছাকাছি (কংসি) তে থাকা বিদেশি কর্মীদের লক্ষ্য করে লুটপাট করতো ৷ তাদের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে ৷
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ অক্টোবর প্রথম একজনকে গ্রেফতার করে পরে আরও তিন সদস্যকে আটক করা হয় জানিয়ে ইয়াহিয়া বলেন, পুলিশের ছদ্মবেশে তারা এই এলাকায় স্পট চেক পরিচালনা করায় পরিচিত হয়ে উঠেছে ৷ বিদেশি কর্মীদের মোবাইল, টাকা, গহনা লুট করার আগে তাদের ভিসা চেক করার অভিনয় করতো চক্রটি ৷ এ সময় তাদের কেউ কেউ পুলিশের জ্যাকেট গায়ে পড়ে নিতো।
প্রতারক চক্রের ওই পাঁচ সদস্যকে আটক করার সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল, দুইটি পুলিশের জ্যাকেট, একটি ওয়ালেট ও ব্যাগ এবং একটি কাটার জব্দ করা হয় ৷ আটককৃতদের দোষী সাবস্ত্য করার জন্য পেনাল কোডের ৩৯৫ ধারা এবং লুটপাটের দণ্ডবিধির ১৭০ নং ধারায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷
/পি.এস