• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালয়েশিয়ায় ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ১৪:২১
আহমাদুল কবির, মালয়েশিয়া

বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মালায়েশিয়া ছাত্রলীগ।

রোববার (২০ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির রাজধানী কুয়ালালামপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্টিত হয়। মালয়েশিয়া ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রায়হান কবির ও মওদুদ মোল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন স্বপন।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে গেছেন, যা আজ বিশ্বের বিস্ময়। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি বলে পরিচয় দিতে আজ আমরা অহংকার বোধ করি।

বক্তারা আরও বলেন, দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত হয়েছেন। শেখ হাসিনা শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, প্রধানমন্ত্রীর উচ্চতা আজ রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্ব নেতৃত্বের কাতারে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মাইনুল ইসলাম পলাশ, মনসুর আল বাশার সোহেল, আমান উল্যাহ আমান, মাসুকুল আলম রনি, সোহেল বিন রানা, জালাল উদ্দিন সেলিম। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলের নেতা কর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ,মোঃ সেলিম, মোঃ আজিজ, তারেকুল আলম চৌধুরী, জহির রায়হান, আবুল কাশেম শাহিন, সজিবুল ইসলাম, আনিসুর রহমান রিপন, এসএম সুমন, এম এইচ তিতুমীর, এম এইচ জুয়েল প্রমুখ।

/পিবিডি/একে

ছাত্রলীগ,মালায়েশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close