• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

যৌন হয়রানির অভিনব প্রতিবাদ

‘গা ঘেঁষে দাঁড়াবেন না’

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০১৯, ১০:২৮
নিজস্ব প্রতিবেদক

রাস্তায় বের হলেই যৌন হয়রানির শিকার হতে হয় নারীদেরকে। আর নারীদের সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হতে হয় গণপরিবহণগুলোতে।

গণপরিবহনে যৌন হয়রানির ঘটনার অভিনব প্রতিবাদ জানিয়েছেন জিনাত জাহান নিশা নামের এক তরুণী। এই তরুণী একজন বাংলাদেশি ডিজাইনার। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা)) চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

গত বছর খোঁপার কাঁটায় ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লিখে গণপরিবহনে নারীদের যৌনহয়রানির প্রতিবাদ জানিয়েছিলেন এই তরুণী। এবার একই স্লোগানে নিয়ে এসেছেন টি-শার্ট।

জিনাত জাহান নিশা এক ফেসবুক পোস্টে বলেছেন, বাসে, রাস্তায় নিজের সাথে হওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রতিবাদ, ক্ষোভ প্রকাশ করেছিলাম 'গা ঘেঁষে দাঁড়াবেন না' লেখনি দিয়ে খোঁপার কাঁটায়। এবার এলো তা টি-শার্টে।

তিনি বলেছেন, এই টি-শার্ট পরলেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বন্ধ হয়ে যাবে না। আমাদের সোচ্চার আওয়াজই পারে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নির্মূল করতে।

পিবিডি/এসএম

যৌন হয়রানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close