• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশে এলো টিভিএসের নতুন পাঁচ বাইক

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০১৯, ১৬:২৯
পূর্বপশ্চিম ডেস্ক

দেশে নতুন পাঁচটি মোটরসাইকেল নিয়ে এসেছে বিশ্বখ্যাত টু-হুইলার ও থ্রি-হুইলার নির্মাণকারী প্রতিষ্ঠান টিভিএস। মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর-ভি সিঙ্গেল ডিস্ক, টিভিএস ম্যাক্স ১২৫ সিসি, টিভিএস মেট্রো ১০০ সিসি স্পেশাল এডিশন (কে-এলএস ও ই-এলএস) এবং টিভিএস এক্সএল ১০০ আই-টাচ। বাংলাদেশের গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখে নির্দিষ্ট ডিজাইনের এই মোটরসাইকেলগুলো বাজারে আনা হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্লকবাস্টার লঞ্চিং ইভেন্ট উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইও বিপ্লব কুমার রায়, টিভিএসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-ইন্টারন্যাশনাল বিজনেস আর. দিলীপ, রিজিওনাল বিজনেস হেড এশিয়া নীলাংশু নন্দী, টু হুইলার বিজনেস হেড মৃগেন ব্যানার্জী, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান, হেড অফ মার্কেটিং আশরাফুল হাসান এবং টিভিএস অটোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


পিবিডি/এসএম

টিভিএস,মোটরসাইকেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close