• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মঙ্গলের বুকে গাড়ি চালাতে চান?‌

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ০৩:০৭
পূর্বপশ্চিম ডেস্ক

এই ধরাতলে তো অনেকদিন গাড়ি চালিয়েছেন। এবার কি ইচ্ছা করছে পৃথিবী ছাড়িয়ে অন্য গ্রহের মাটিতেও চালকের আসনে বসতে। তাহলে অপেক্ষা করতে হবে আর মাত্র কিছু দিন।

বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স পরিকল্পনা করছে আগামী জানুয়ারিতেই মহাকাশে নিজেদের প্রথম রকেট পাঠানোর। তবে কোনও উপগ্রহ নয়, স্পেস এক্স তাদের ফ্যালকন হেভি রকেটে মঙ্গলে পাঠাবে চেরি রঙের টেসলা রোডস্টার গাড়ি। এজন্য ৩টি পুনর্ব্যবহৃত ফ্যালকন–৯ রকেটের মূল যন্ত্র ফ্যালকন হেভি রকেটে জোড়া হবে।

সম্পর্কিত খবর

    প্রায় ৫৪ মেট্রিক টন ওজন বহনের ক্ষমতা থাকবে হেভি ফ্যালকন রকেটের। নাসা আগামী বছরই মঙ্গলে একটি নতুন উপগ্রহ এবং সূর্যের কাছে যাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি রকেট পাঠানোর পরিকল্পনা করেছে। বাণিজ্যিক সংস্থা স্পেস এক্সের সাহায্যে মহাকাশ স্টেশনে বহুবার জিনিসপত্র পাঠিয়েছে নাসা। মহাকাশে গাড়ি পাঠানোর পরিকল্পনা করে নাসার সঙ্গেই এবার যোগ দিতে চলেছে স্পেস এক্স। এই পরিকল্পনা সত্যি হলে পৃথিবী ছাড়া মহাকাশের অন্য কোথাও গাড়ি চালানোর মানুষের স্বপ্ন হয়ত পূরণ হবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close