Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textবিশালাকায় মথ। ঝাঁকে ঝাঁকে। ঘুম ভাঙতে না ভাঙতেই তীব্র যৌন খিদেয় তারা অস্থির! রাতের বেলা উড়ে বেড়াচ্ছে সঙ্গীর খোঁজে। তাদের কর্মকাণ্ডে ইতিমধ্যেই ঘোর দুশ্চিন্তায় ইংল্যান্ডের উইরালের বাসিন্দারা।
সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তাদের আতঙ্কের কথা। তবে, বন্যপ্রাণী বিশেষজ্ঞেরা জানিয়েছেন এই পোকারা মোটেই ক্ষতিকারক নয়। তাদের নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। পোকাগুলির বেঁচে থাকার একটাই উদ্দেশ্য যৌন মিলন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, এই মথগুলি জন্মের পর সামান্য খাদ্যগ্রহণেরও সুযোগ পায় না। কেবল শরীরী চাহিদাতেই তারা ছটফট করে চলে। তার পর অবশেষে খোঁজ মেলে সঙ্গীর। কিন্তু সেই বহুকাঙ্ক্ষিত মিলনের পরই তারা ঢলে পড়ে মৃত্যুর কোলে।
আপাতত উইরালের এই অতৃপ্ত দানবাকৃতি মথগুলিও রয়েছে সঙ্গীর খোঁজে। মৃত্যুর অপেক্ষায়।