• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যেভাবে শুরু এই দোল উত্‍সব!

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১৬:৪৫
ফিচার ডেস্ক

নন্দরাজ ও মা যশোদার নয়নের মণি বালক শ্রীকৃষ্ণ। তার দুষ্টুমিতে সমগ্র গোকুলবাসী দিশেহারা। গোয়ালিনীরা ভয়ে ভয়ে থাকেন, এই বুঝি দুষ্টু কানাই তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তাদের ননীর হাড়িতে হামলা করল। এসব সত্বেও বালক শ্রীকৃষ্ণ সকলের আদরের ধন। তার দুষ্টুমি সকলে হাসি মুখে সহ্য করেন। এত আনন্দের মাঝেও মা যশোদার মনে একটু কষ্ট ছিল। তার কানাইয়ের গায়ের রং অন্যদের থেকে একটু চাঁপা। অভিমানী কৃষ্ণও একদিন মায়ের কাছে অনুযোগ করেন, মা, রাধা সহ অন্যান্য সখীরা এত ফর্সা আর আমার রং কালো কেন?

একথা শুনে মা যশোদা কিছুটা আবির এনে কৃষ্ণের গায়ে মাখিয়ে দিয়ে বললেন, যাও এই আবির সবাইকে মাখিয়ে দাও। তাহলে আর কেউ ফর্সা কেউ কালো থাকবে না, সবাই সমান হয়ে যাবে। উত্‍ফুল্ল শ্রীকৃষ্ণ ছুটলেন সকলকে আবিরে রাঙিয়ে দিতে। সেই থেকে শুরু দোল যাত্রা। দিনটি ছিল ফাল্গুনী দোল পূর্ণিমা।

অপর দিকে সনাতন ধর্ম মতে, এই ফাল্গুনী দোল পূর্ণিমার দিনেই নদীয়ার নবদ্বীপে শচীমাতার কোল আলো করে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য দেব। তাই বৈষ্ণব সমাজেও দিনটি বিশেষ তাত্‍পর্যপূর্ণ।

পিবিডি/ এইচ কে

দোল,উৎসব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close