• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেসেঞ্জার এখন আরো নিরাপদ 

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২২, ১৯:৩৩ | আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২০:১২
পূর্বপশ্চিম ডেস্ক
মেসেঞ্জার

গ্রাহকদের সেবায় মেসেঞ্জারকে আরো নিরাপদ করতে ব্যবস্থা নিয়েছে ফেসবুক। সম্প্রতি ফেসবুক নিয়ে এসেছে একাধিক নতুন ফিচার। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের জন্য তারা চালু করেছে চ্যাট ও কলের নিরাপত্তায় ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’।

এ ফিচারের ফলে যে দু’জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা ছাড়া সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। আর এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে ডিজাপিয়ারিং মেসেজের কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবেন গ্রাহক।

এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউরিটি ফিচার, যা এতদিন ধরে চালু ছিল শুধু কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। তবে এবার সকল ব্যবহারকারীরা এ সুবিধার আওতায় আসবে।

একই সাথে মেসেজ রিয়াকশন ফিচারও রিলিজ করা হচ্ছে। মেসেঞ্জারের এই অপশনটির সাহায্যে ইমোজিসহ মেসেজের প্রতিক্রিয়া জানানো যাবে।

ফেসবুকের নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি মেসেঞ্জারে গ্রুপ চ্যাট, গ্রুপ অডিও বা ভিডিও কলের ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকর হবে। মূলত গোপনীয়তা নিশ্চিত করতেই নতুন ফিচার আনা হল।

পূর্বপশ্চিমবিডি/জেএস

ফেসবুক,মেসেঞ্জার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close