• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মঙ্গলগ্রহের ‘রহস্যময়’ ছবি প্রকাশ 

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২২, ০০:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক

মঙ্গলগ্রহের একটি রহস্যজনক ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে বলছেন, এই ছবিতে নাকি ভিনগ্রহের প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে।

নাসা জানিয়েছে, হাই-রিজোলিউশান ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (এইচআইআরআইএসই) পদ্ধতিতে তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গলগ্রহে বিশালাকার কিছু গর্ত।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করা নাসার ছবিটি আসলে ভিন গ্রহের ভূপৃষ্ঠের একটি গোলাকার গর্ত। গর্তের ভিতর অসংখ্য পায়ের আঙুলের মতো রেখা রয়েছে। সেই হলুদাভ দাগের সঙ্গে মানুষের পায়ের আঙুলের কোনো মিল নেই। কারণ তা একেবারে এলোমেলো। এই ছবিটি ভিনগ্রহের প্রাণীদের পায়ের ছবি বলে শোরগোল পড়ে গেছে।

মঙ্গলগ্রহের ছবিটি প্রকাশ করার পাশাপাশি নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রহটিকে আরও ভালো করে বুঝতে একাধিক প্রযুক্তি ব্যবহার করে প্রচুর পরিমাণের ছবি তোলা হচ্ছে। এটি বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও ভালো করে চেনা যাবে গ্রহটিকে।

বেশির ভাগ মানুষ ছবিটি দেখে স্তম্ভিত। শুধুমাত্র যে ছবির সৌন্দর্য তা নয়, তার সঙ্গে ছবিটিতে রয়েছে আশ্চর্য এক রহস্য।

পূর্বপশ্চিম- এনই

মঙ্গলগ্রহ,নাসা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close