‘মাস্টার ক্লাস’-এর মডেলিংয়ে সিফাত
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১৭:১৭ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭:১৯

নতুন বছরে অনুষ্ঠিত হয়েছে সেলিনা মানিরের প্রথম মাস্টার ক্লাস। প্রথম দিনে এতে মডেল হয়েছেন সিফাত নুসরাত। ৬ জানুয়ারি প্রথম ক্লাস দিয়ে শুরু হলো এই যাত্রা।
সেলিনা মানির মানেই নতুনত্ব, মেকআপের নতুন অধ্যায়। প্রতি বছরই বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে নতুন করে মেকআপের অধ্যায় শুরু করেন তিনি। নারী কর্মসংস্থানের ব্যবস্থা করাই তার লক্ষ্য।
সম্পর্কিত খবর
প্রথম ক্লাসের মডেল হিসেবে তিনি বেছে নিয়েছেন সিফাত নুসরাতকে। যেকোনও সাজে সিফাত নুসরাতকে মানিয়ে গেলেও, সেলিনা মানির তাকে দিলেন ভিন্ন এক লুক।