• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে না 

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১৬:১৮
নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজ আমদানি বন্ধের আপাতত কোনো পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের নেই বলে জানিয়েছেন কৃষিসচিব মো. ছায়েদুল ইসলাম।

মঙ্গলবার (২৯ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাসভায় কৃষিসচিব এ তথ্য জানান।

তিনি বলেন, কিছু গণমাধ্যমে দেখলাম আজ মঙ্গলবারের পর আইপি বা আমদানি অনুমোদন বন্ধ করে দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আইপি ইস্যু করা বা বন্ধ করা এরকম কোনো নির্দেশনা বা পরিকল্পনা আমাদের নেই।

কৃষিসচিব বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করে থাকি। এখন পর্যন্ত কৃষক পেঁয়াজের ভালো দাম পাচ্ছে। অন্যদিকে, সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই সময়ে পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি সামনে রমজান মাস এই রমজান মাসে আমাদের সব মুসল্লি ধর্মপ্রাণ মানুষ সবাই মিলে পালন করি। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার সেভাবে উদযাপন করি। সেটি যেন আমরা আনন্দের সঙ্গে করতে পারি। সেটা আমরা মাথায় রাখছি।

কৃষিসচিব বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু অর্থনীতি নয়, আর্থিক ও সামাজিক ক্ষেত্রে কৃষির গুরুত্ব অপরিসীম ছিল অতীতেও। যদিও আমাদের জিডিপিতে কৃষির অবদান প্রায় ১৪ ভাগ।

ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় বাজার তদারক করা হবে বলেও তিনি জানান।

পূর্বপশ্চিম- এনই

পেঁয়াজ আমদানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close