• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করাই মূল চ্যালেঞ্জ’

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০১৯, ১৪:৩৫ | আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৫:১২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করাই মূল চ্যালেঞ্জ উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। তার মধ্যে দুইটি অন্যতম। একটি হচ্ছে খাদ্যের পুষ্টিমান ও নিরাপত্তা নিশ্চিত করা। আরেকটি হচ্ছে কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করা।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের দেশের কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে। কিন্তু তারা পণ্যের ন্যায্যমূল্য পায় না। এটা অত্যন্ত দুঃখজনক। তাই কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি।

তিনি বলেন, আমাদের দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। দানা জাতীয় খাদ্যে আমরা অনেক উন্নতি করেছি। এখন আমাদের খাদ্যে পুষ্টিমান বাড়াতে হবে। খাদ্যে ভেজাল আছে, সেগুলো রোধ করতে হবে। এ কারণে খাদ্য নিরাপত্তার যে আইন আছে, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে সরকার ।

পিডিবি/জিএম

কৃষি,বাণিজ্য,ড. আব্দুর রাজ্জাক,সচিবালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close