• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পুঁজিবাজারের চার কোম্পানিকে ওটিসিতে পাঠানোর সিদ্ধান্ত

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১০
নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানিকে মূল বাজার (Main Board) থেকে ওটিসি মার্কেটে (Over the counter-OTC) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

    কোম্পানি চারটি হচ্ছে- ইমাম বাটন লিমিটেড, মেঘনা কনডেন্স ইমল্ক লিমিটেড, মেঘনা পিইটি লিমিটেড এবং সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড।

    তবে কোম্পানিগুলোকে মূল বাজার থেকে তালিকাচ্যুত করে ওটিসিতে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করতে হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হবে। এই অনুমোদনের জন্য কাল/পরশুর মধ্যে বিএসইসির কাছে চিঠি পাঠাবে ডিএসই।

    পিবিডি/টিএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close