Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এ তথ্য জানিয়েছেন ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আবু হাসান জানান, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ‘এ’ ইউনিট, ১ অক্টোবর দিনের বাকি অংশে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)- এইচ ইউনিট, ২ ও ৩ অক্টোবর জীববিজ্ঞান অনুষদ- ডি ইউনিট, ৩ অক্টোবর বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট- আই ইউনিট, ৪ অক্টোবর সমাজ বিজ্ঞান অনুষদ- বি ইউনিট, ৮ অক্টোবর কলা ও মানবিকী অনুষদ- সি ইউনিট, ৯ অক্টোবর সি -১ ইউনিট (চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) একই দিনে আইন অনুষদ- এফ ইউনিট এবং ১০ অক্টোবর ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) জি ইউনিট এবং একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদ- ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য www.ju-admission.org ঠিকানায় পাওয়া যাবে।
এদিকে ১৮৮৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রাথমিকভাবে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন অনলাইনে আবেদন করেছে। সে হিসেবে প্রতি আসনে ১৭১ জন প্রতিযোগিতা করবে।
/রবিউল