• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১৮ নভেম্বর ঢাকা আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ০১:১৯
নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের শুরুতেই প্রায় চার বছরের দায়িত্ব শেষে বাংলাদেশ ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তারপরে এখনও বাংলাদেশে আসেননি নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

তবে চলতি মাসের ১৮ তারিখে তিনি ঢাকা আসছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র জানিয়েছে। এর আগে আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের কথা গত ১৮ জুলাই এক বিবৃতিতে ঘোষণা করে হোয়াইট হাউস।

তিনি সর্বশেষ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। আর্ল রবার্ট মিলার ১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র দফতরে যোগ দেন।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেন তিনি।

আর্ল রবার্ট মিলা মিশিগান বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড স্টেটস মেরিন কপস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

/রবিউল

মার্শা বার্নিকাট,আর্ল রবার্ট মিলার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close