• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সীমান্ত দেয়াল নির্মাণে অনড় ট্রাম্প

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:৩৬
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণের দাবিতে তিনি অনড় অবস্থানে থাকবেন এবং ডেমোক্র্যাটদের চাপের কাছে নতিস্বীকার করবেন না।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রকল্পে অর্থ বরাদ্দ দেয়া নিয়ে যখন মার্কিন সরকারে এক মাসের বেশি সময় ধরে শাটডাউন বা অচলাবস্থা বিরাজ করছে তখন ডোনাল্ড ট্রাম্প এ বক্তব্য দিলেন।

এর আগে মঙ্গলবার সিনেট নেতারা বলেছেন, অচলাবস্থা নিরসনের জন্য তারা একটি চুক্তিতে পৌঁছেছেন এবং এর ওপর বৃহস্পতিবার দুটি ভোট হবে। প্রথম ভোট হবে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম চালু করা ও মেক্সিকো দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি ডলার বরাদ্দ দেয়ার ওপর এবং দ্বিতীয় ভোট অনুষ্ঠিত হবে অভিবাসীদের আইনি সুরক্ষা দেয়ার মেয়াদ আরো তিন বছর বাড়ানোর বিষয়ে।

সিনেট নেতাদের এ বক্তব্য প্রকাশের পর ট্রাম্প গতকাল টুইটার পোস্টে বলেছেন, মেক্সিকো দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না দিলে তিনি অচলাবস্থার অবসান ঘটাবেন না। চলমান শাটডাউনের জন্য তিনি ডেমোক্র্যাটদের দোষারোপ করেন।

পিবিডি/রবিউল

ডোনাল্ড ট্রাম্প,মার্কিন প্রেসিডেন্ট,মেক্সিকো
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close