• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লিস্ট ধরে বই কিনেছে সবাই

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৭
রবিউল কমল

শনিবার ছিল এবারের বইমেলার শেষ ছুটির দিন। এদিন মেলার শুরু থেকেই ছিল উপচে পড়া ভিড়। মেলায় যারাই এসেছিলেন সবার হাতেই ছিল বই। শেষ ছুটির দিনে সবাই বই কিনেছেন। কেউ আবার বই কিনেছেন লিস্ট ধরে ধরে। প্রকাশকদের মুখে ছিল হাসির ঝিলিক। ছোট-বড় সব প্রকাশনাতেই ছিল ব্যস্ততা।

এদিন মেলার দ্বার খুলে যায় বেলা ১১টায়। সকালে ছিল শিশুপ্রহর। দুপুর ১টা পর্যন্ত শিশুরা শিশুচত্বরে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে কাটিয়েছে। কিনেছে বই। তবে সেই সময় অন্য বয়সী পাঠকদের সমাগমে মুখর ছিল মেলা। দুপুরের সময়টা বাদ দিয়ে পরবর্তী কয়েক ঘণ্টা মেলায় মানুষের বন্যা বয়ে যায়।

অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম বলেন, মেলা এবার শুরু থেকেই বেশ জমজমাট। আর আমাদের বইগুলো বিচিত্র সব বিষয় নিয়ে বলে সব ধরনের পাঠকের সামগম ঘটে। মেলা খুবই ভালো হচ্ছে। আর আগামী দিনগুলোতেও ক্রেতাদের এ সমাগম অব্যাহত থাকবে।

পিবিডি/রবিউল

বইমেলা,অন্য প্রকাশ,মাজহারুল ইসলাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close