• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মুম্বাইয়ে ফুটব্রিজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৯, ১২:৪২
আন্তর্জাতিক ডেস্ক

মুম্বাইয়ে ছত্রপতী শিবাজি টার্মিনাস রেল স্টেশনে ফুটব্রিজ ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন বমপক্ষে ৩৩ জন। তাদের সেন্ট জর্জ জিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল ও বৃহন্মুম্বই পৌরসভার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

সম্পর্কিত খবর

    ফুটব্রিজটার নামই হয়ে গিয়েছে ‘কসাব ব্রিজ’। ২৬/১১-তে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশন (সিএসটি)-এ তাণ্ডব চালানোর পরে এই সেতু পেরিয়েই নাকি কামা হাসপাতালে গিয়েছিল লস্কর জঙ্গি আজমল কসাব। সন্ধ্যা সাড়ে ৭টায় সেই ব্রিজেরই কংক্রিটের পাটাতনের একটা বড় অংশ ভেঙে পড়ে নীচের রাস্তায়। মৃত দুই মহিলাসহ ৬ জন। নিহত দুই মহিলা নিকটবর্তী জি টি হাসপাতালের কর্মী বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

    সিএসটি-র ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর প্রান্তের সঙ্গে এই ব্রিজই জুড়েছে উল্টো দিকের বি টি লেনকে। কাছেই একটি ইংরেজি সংবাদপত্রের দফতর। ১৯৮৪ সালে তৈরি এই ফুটব্রিজ দিয়ে কয়েক লক্ষ মানুষ পারাপার করেন প্রতিদিন। দুর্ঘটনার সময়েও ব্রিজে ছিল অফিস টাইমের ভিড়। ভেঙে পড়া চাঙড়ের আঘাতে রাস্তাতেও আহত হয়েছেন অনেকে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close