• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জম্মু-কাশ্মিরে সহকর্মীর গুলিতে ৩ সিআরপিএফ সেনা নিহত

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১৭:৩৬ | আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:৩৯
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: এনডিটিভি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সহকর্মীর গুলিবর্ষণে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের তিন সেনা নিহত হয়েছেন। সিআরপিএফের এক সিনিয়র কর্মকর্তা ওই তথ্য নিশ্চিত করেছেন।

জম্মু-কাশ্মিরের উধমপুর এলাকার ১৮৭ ব্যাটেলিয়ানের ক্যাম্পের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন হেড কনস্টেবল পোকারমাল আর, যোগেন্দ্র শর্মা ও উমেদ সিং। তাঁরা যথাক্রমে রাজস্থান, দিল্লি ও হরিয়ানার বাসিন্দা। গণমাধ্যমের একটি সূত্র বলছে, জওয়ানদের মধ্যে কোনও বিষয় নিয়ে বিতর্ক হওয়ার পরে অভিযুক্ত জওয়ান গুলিকরলে তার সহকর্মী নিহত হন।

গতকাল (বুধবার) দিবাগত রাত দশটা নাগাদ সিআরপিএফের কনস্টেবল অজিত কুমার নামে এক জওয়ান নিজ সার্ভিস রাইফেল থেকে সহকর্মীদের উপরে গুলিবর্ষণ করলে অন্য জওয়ানরা নিহত হয়। তিনি উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা। আহত জওয়ানদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

এক কর্মকর্তা বলেন, ওই ঘটনার পরে অভিযুক্ত জওয়ান নিজেই নিজের উপরে গুলি নিক্ষেপ করলে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত জওয়ানদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে, হাসপাতালে আহত অভিযুক্ত জওয়ান অজিত কুমারের চিকিৎসা চলছে।

জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এবার সিআরপিএফ, বিএসএফসহ আধাসামরিক বাহিনীর কমপক্ষে দশ লাখ জওয়ান হোলি উৎসব পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। আজ (বৃহস্পতিবার) দেশজুড়ে হোলি উৎসব পালিত হচ্ছে।

পিবিডি/রবিউল

জম্মু-কাশ্মির,সিআরপিএফ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close