• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৫১ ডেঙ্গু রোগী 

প্রকাশ:  ১৩ জুলাই ২০২২, ১৭:২৬
নিজস্ব প্রতিবেদক

দেশের সর্বত্র ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বাড়ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৯ জন ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২ জন রোগী ভর্তি।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৩ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৫২৮ জন এবং ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩৫৮ জন।

পূর্বপশ্চিম- এনই

ডেঙ্গু জ্বর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close