• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০১৯, ১০:৩৭
পূর্বপশ্চিম ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড তথ্য মন্ত্রণালয়াধীন চলচ্চিত্র-সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পাঁচটি পদে নিয়োগ দেবে। উক্ত পদে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী।

পদসংখ্যা

এই পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে

যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীদের কম্পিউটার টাইপিংয়ে (বাংলা ও ইংরেজিতে) ভালো হতে হবে। বয়স ন্যূনতম ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল

উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ১১০০০-২৬৫৯০ টাকা

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১০২০০-২৪৬৮০ টাকা

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯৩০০-২২৪৯০ টাকা এবং

অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদের বেতন ৮২৫০-২০০১০ টাকা

আবেদনের পদ্ধতি

প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার, ৩৭/৩/এ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০) এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন করার শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ১২ মে, ২০১৯ পর্যন্ত

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

পিবিডি/রবিউল

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড,তথ্য মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close