• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

পুঁজিবাজারের লেনদেন তলানিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ:  ১০ এপ্রিল ২০১৯, ১৮:০০ | আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৮:০৩
নিজস্ব প্রতিবেদক

দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ব্যপক দরপতন হয়েছে । ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ১ বছরের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে। আজ বুধবার মোট লেনদেন হয় ২৭৪ কোটি ৮৩ লাখ টাকা। এর আগে ২৫শে মার্চ ২০১৮ সালে লেনদেন হয়েছিল ২২৪ কোটি টাকা। মোট লেনদেনের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর বেশিরভাগের দর হারিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ৮৩ লাখ টাকার। যা ১ বছর ১৮ দিন বা ২৫১ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ২২ মার্চ ডিএসইর লেনদেন আজকের চেয়ে কম হয়েছিল।

সম্পর্কিত খবর

    এনই

    ডিএসইর লেনদেন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close