• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিজিএমইএর প্রথম নারী সভাপতির দায়িত্ব পেলেন রুবানা হক

প্রকাশ:  ১২ এপ্রিল ২০১৯, ০০:৩২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতির দায়িত্ব পেলেন রুবানা হক; সংগঠনটির শীর্ষ পদে তিনিই প্রথম নারী।

বিজিএমইএ পরিচালনা পর্ষদের এবারের নির্বাচনে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা নেতৃত্বাধীন প্যানেলের জয়ে তার সভাপতি হওয়াটা নিশ্চিতই ছিল।

পদের সংখ্যা ও মনোনয়নের সংখ্যা সমান হওয়ায় সংগঠনটির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি ( বিজিএমইএর ) এক সংবাদ বিজপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত নতুন সভাপতি রুবানার সঙ্গে নতুন পরিচালনা পর্ষদে প্রথম সহ-সভাপতি থাকছেন মোহাম্মদ আবদুস সালাম, এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন ফয়সাল সামাদ।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন এস এম মান্নান কচি, এম এ রহিম ফিরোজ, আরশাদ জামাল দিপু, মশিউল আজম সজল এবং এ এম চৌধুরী সেলিম।

এর আগে গত শনিবার (৭ এপ্রিল) বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ড. রুবানা হকের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেলে জয় পাওয়ার পর তার সভাপতি হওয়াটা নিশ্চিতই ছিল।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুবানা বলেন, পোশাক খাতের উন্নয়নে তিনি ও তার পর্ষদ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত এই পরিচালনা পর্ষদ দক্ষতার সঙ্গে পোশাক শিল্পের জন্য কাজ করতে পারবে বলে তার আশা।

চার বছর বাদে গত ৬ এপ্রিল বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হয়।এই নির্বাচনে এই খাতের ব্যবসায়ীদের পুরনো দুটি পক্ষ ফোরাম ও সম্মিলিত পরিষদ জোট বেঁধে একটি প্যানেল দেয়। তাদের প্রতিদ্বন্দ্বী ছিল ডিএসএল গ্রুপের এমডি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গড়ে ওঠা নতুন গ্রুপ স্বাধীনতা পরিষদ।

নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পায় ফোরাম ও পরিষদের প্যানেল। রুবানা পান ১ হাজার ২৮০ ভোট। সমিতির ৩৫ জন পরিচালক নির্বাচনে ভোটার ছিলেন ১ হাজার ৯৫৬ জন, তার মধ্যে ১ হাজার ৪৯২ জন ভোট দেন।

পিবিডি/জিএম

বিজিএমইএ,সভাপতি,রুবানা হক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close