• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেসরকারি হাসপাতালেও নির্ধারিত মূল্যে চিকিৎসা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০১৯, ১৬:০৯
নিজস্ব প্রতিবেদক

বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে সেবামূল্য তালিকা নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

জাহিদ মালেক স্বপন বলেন, সেবামূল্য নির্ধারণ প্রক্রিয়া কিছুটা জটিল। তবে সেবামূল্য তালিকা নির্ধারণে মন্ত্রণালয় কাজ করছে। এটা হলে মানুষ প্রতারিত হবে না।

সরকারি হাসপাতালগুলোতে সেবামূল্য তালিকা নির্ধারণ করা আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা তাদের পক্ষ থেকে একটি তালিকা দিতে বলেছি। সেবার মান অনুযায়ি গ্রেডিং করে আমরা এ তালিকা তৈরি করবো।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: আসাদুল ইসলাম বলেন, এই প্রক্রিয়া অনেক জটিল। এটা নির্ধারণ করা বেশ কঠিন। আমরা স্টেইক হোল্ডারদের সঙ্গে কথা বলে সেবা মূল্য নির্ধারণের পথ খুঁজে বের করবো।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গড়ে মানুষের চিকিৎসা খরচের মোট ৬৭ শতাংশ পকেট থেকে খরচ হয়। এটা অনেক বেশি, আমিও মনে করি। আমরা এটা কমিয়ে আনার চেষ্টা করছি। আপনারা জানেন দেশের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে উচ্চ মূল্য পরিশোধ করতে হয় এবং বিদেশে গিয়ে কয়েক লাখ মানুষ বেশি খরচে চিকিৎসা নেয়। এই দুই খরচ যোগ হওয়ায় খরচের গড় পরিমাণ বেড়ে যায়।

পিবিডি/এআইএস

বেসরকারি হাসপাতাল,সেবামূল্য,স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close