• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ভারতে এপ্রিলের শেষ সপ্তাহে ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কা

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০১৯, ১৮:৫৪
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে এপ্রিলের শেষ সপ্তাহ নাগাদ অর্থাৎ আগামী ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদ দেশের বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন বুধবার এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভারতের জাতীয় নির্বাচন শুরু হলেও দেশটির গোয়েন্দা বাহিনী ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে। এপ্রিলের শেষ সপ্তাহ নাগাদ সন্ত্রাসীরা এ হামলা চালাতে পারে।

সম্পর্কিত খবর

    এপ্রিলের শুরু থেকেই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা নিজেদের অবস্থান জানান দিতে চেয়েছিল দাবি করে ওই প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের প্রথম সপ্তাহে জম্মুতে একটি বড় হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তা সফল হয়নি। এরপর ১৪ এপ্রিল শ্রীনগরে একটি হামলাচেষ্টা ব্যর্থ করা হয়। তাই এখন মাসের শেষের দিকে হামলার আশঙ্কা করছেন তারা।

    গোয়েন্দাদের ধারণা, জঙ্গি হামলায় এবার আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়াও বেসামরিক নাগরিকদের টার্গেট করা হয়েছে।

    জঙ্গি হামলার আশঙ্কায় দেশটির সর্বত্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে ।

    পিবিডি-এনই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close