• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা জারি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০১৯, ২০:০৪
সিলেট প্রতিনিধি
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,বাংলাদেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনও মাথাব্যথা নেই।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় তিন দিনব্যাপী টাটা গাড়ির গ্র্যান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি নিয়ে শঙ্কিত হওয়ার বা চিন্তার কিছু নেই। একটি ফেসবুকের পোস্ট দেখে যুক্তরাষ্ট্র এই সতর্কতার নোটিশ দিয়েছে।

বরং বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি দেখে সেখানকার লোকজন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতেই আগ্রহী বলেও জানান মন্ত্রী।

নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

সভা শেষে সিটি বাস সার্ভিস 'নগর এক্সপ্রেস' এর একটি মিনিবাসের উদ্বোধন করেন মন্ত্রী।

পিবিডি/জিএম

পররাষ্ট্রমন্ত্রী,ড. এ কে আব্দুল মোমেন,সিলেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close