• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘বিজিএমইএ’র আবেদনে আদালত নমনীয় হবেন না’

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৯, ১৮:৫৮
নিজস্ব প্রতিবেদক

হাতিরঝিলে গড়ে তোলা বিজিএমইএ ভবন ভাঙতে ফের সময় চেয়ে আবেদন করা হলে তাতে আদালত নমনীয় হবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সুপ্রিমকোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের কোনো আবেদন করা হলে তা আদালতে যাবে এবং সে বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবেন।

এর আগে ১১ এপ্রিল ভবন ভাঙতে সময় চেয়ে আপিল বিভাগে আবেদন করে বিজিএমইএ। এ আবেদনের প্রত্যাহার চেয়ে মঙ্গলবার বিজিএমইএ সভাপতিতে আইনি নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদের ওই নোটিশে বলা হয়, ৭২ ঘণ্টার মধ্যে ওই আবেদন প্রত্যাহার না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হবে।

এদিকে, আদালতের বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার পরও বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ভবনটি থেকে মালামাল সরিয়ে নেয়ার সুযোগ রেখে ভবন ভাঙার জন্য দরপত্র আহ্বান করেছে সংস্থাটি।

পিবিডি/রবিউল

হাতিরঝিল,অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close