• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্রীলংকায় বোমা হামলার হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১৪:২০ | আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৪:৩৫
নিজস্ব প্রতিবেদক

শ্রীলংকার রাজধানী কলম্বোতে সিরিজ বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ এপ্রিল) পৃথক শোকবার্তায় তারা এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বোমা হামলায় শ্রীলংকা সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান ।

গণমাধ্যমে পাঠানো রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানান।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এছাড়া এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, বিবিসি জানায়, রোববার (২১ এপ্রিল) খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যখন ইস্টার সানডে পালন করছিল, তখন কলম্বোর কচ্চিকাদে, নিগেম্বু ও বাট্টিকেলোয়া গির্জাকে লক্ষ করে এ বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া একই শহরের সাংগ্রি লা, সিন্নামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণে অন্তত ১৩৮ জন নিহত হয়েছেন এবং অন্তত ৪০০ জনেরও অধিক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলংকায় গৃহযুদ্ধ সমাপ্তির পরে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। ইস্টার সানডে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

পিবিডি/জিএম

রাষ্ট্রপতি,মো. আবদুল হামিদ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শোকবার্তা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close