• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিনাদোষে কারাগারে থাকা আরমানের মুক্তি চেয়ে রিট

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১৫:৪১ | আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৭:৫১
নিজস্ব প্রতিবেদক

ভুল আসামি হয়ে দীর্ঘ তিন বছর ধরে কারাগারে থাকা পল্লবীর বেনারসির কারিগর মো. আরমানের (৩৬) মুক্তি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে আরমানকে নির্দোষ দাবি করে বিনাদোষে কারাগারে রাখায় ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

রোববার (২১ এপ্রিল) ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব রিট আবেদনটি করেন। এ বিষয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচাপতি খায়রুল হকের আদালতে রিটরে শুনানির জন্য গেলে আদালত আগামী মঙ্গলবার শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

রিটে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ও পল্লবীর ওসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। একইসঙ্গে নির্দোষ আরমানের আটকাদেশ কেন অবৈধ হবে না’ এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘কারাগারে আরেক জাহালম’ শিরোনামে বিনাদোষে তিন বছর ধরে আরমানের কারাভোগ করার প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি দায়ের করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানীর পল্লবী থানার একটি মাদক মামলায় মো. আরমান নির্দোষ হয়েও ১০ বছরের আসামি হিসেবে গত তিন বছর ধরে কারাভোগ করছেন। অন্যদিকে মামলার প্রকৃত আসামি শাহাবুদ্দিন বিহারি কারাগারের বাইরে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন। শুধু পিতার নামে মিল থাকায় পুলিশ আরমানকে গ্রেপ্তার করে শাহাবুদ্দিন নামে আদালতে সোপর্দ করে।

/পিপিবিডি/খান

কারাগার,আরমান,জাহালম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close