• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

শ্রীলঙ্কায় সেনা মোতায়েন, কারফিউ জারি

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১৬:২৯ | আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৬:৩৮
পূর্বপশ্চিম ডেস্ক

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯০ জন নিহত ও ৫০০ শ’র অধিক অধিক মানুষ আহত হয়েছেন। এই ভয়াবহ ঘটনার পর দেশটির সকল গির্জায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কারফিউ জারি করা হয়েছে।

ভয়াবহ এই বোমা হামলার পর প্রেসিডেন্ট সিরিসেনা এক বিবৃতির মাধ্যমে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী এই বোমা হামলার তদন্ত শুরু করেছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, যেসব গির্জায় বোমা হামলার ঘটনা ঘটেছে সেসব স্থানে দুই শতাধিক সেনা মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে বোমা হামলার ঘটনার পর জরুরি বৈঠকে বসেছেন।

শ্রীলঙ্কা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close