• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমরণ অনশনে শিক্ষক-কর্মচারীরা

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৭ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৭
নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্তির দাবিতে টানা পাঁচ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পর এবার আমরণ অনশনে নেমেছেন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীরা।

রোববার সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ আমরণ অনশন পালন করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের সংগঠন শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

সম্পর্কিত খবর

    গত মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা।

    এ সময় তাদের হাতে এমপিওভুক্তি, সহকারী শিক্ষকদের মতো বেতন, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয় পাওয়াসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন দেখা যায়।

    ফেস্টুনে ‘আমরা শিক্ষক, বেতন দিন না হয় গুলি করুন’, ‘এমপিও চাই’ ‘করুণা নয়, নিজেদের অধিকার চাই’- এমন বিভিন্ন স্লোগান লেখা।

    আন্দোলনকারীদের কেউ কেউ শরীরের সাদা টি-শার্টে লিখে প্রেসক্লাবের সামনে বসে আমরণ অনশন করছেন।

    শিক্ষক-কর্মচারী ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী বলেন, টানা পাঁচ দিন আন্দোলন চালিয়ে গেলেও আমাদের দাবি আদায় হয়নি। তাই রোববার থেকে আমরা আমরণ অনশন পালন করতে বাধ্য হয়েছি।

    /নাঈম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close