• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

ফিরে দেখা ২০১৭

ফেনীতে ৬৮ লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭
ফেনী প্রতিনিধি

২০১৭ জুড়ে ৬৮ লাখ ৭শ’ ৪১টি ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফেনী ক্যাম্পের সদস্যরা। গণমাধ্যমে প্রেরিত র‌্যাব’র একটি তথ্য বিবরণীতে এটি জানানো হয়। এছাড়াও পুলিশ, বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা বিপুল পরিমান মাদক উদ্ধার করে।

র‌্যাব জানায়, চলতি বছরের ১ জানুয়ারি হতে ২৫ ডিসেম্বর পর্যন্ত ২শ’ ৮৮ টি বিভিন্ন ধরণের অস্ত্র, ৪৪টি ম্যাগাজিন, ৩ হাজার ৪শ’ ৪৫ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি ও কার্তুজ, ২৫ হাজার ২শ’ ৭৪ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৪শ’ ৩৮ বোতল বিদেশী মদ ও বিয়ার, ৩ লাখ ৯১ হাজার ৯শ’ ৫০ লিটার দেশিয় তৈরি মদ, ৬শ’ ৫৬ কেজি ১শ’ ৮০ গ্রাম গাঁজা, ৩শ’ ৬০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম উদ্ধার করেছে।

সম্পর্কিত খবর

    এছাড়াও র‌্যাব অসংখ্য চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের আটক করে থানায় হস্তান্তর করেছে।

    ফেনীস্থ র‌্যাব-৭ এর কমান্ডার সাফায়াত জামিল ফাহিম জানান, অপরাধ নিয়ন্ত্রণে বরাবরে মতোই র‌্যাব সক্রিয় আছে। বিগত এক বছরে ব্যাব বিপুল পরিমান অস্ত্র, মাদকদ্রব্য ও অপরাধীকে গ্রেফতার করেছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close