Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯, ১২ চৈত্র ১৪২৫
  • ||

আজ ৮৩৭০টি শিশু জন্ম নেবে

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৮, ১২:৩৯ | আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১২:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট icon

আজ পহেলা জানুয়ারিতে বাংলাদেশে প্রায় ৮৩৭০টি শিশু জন্মগ্রহণ করবে এতথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

বিশ্বে নতুন বছরের প্রথম দিনে যত শিশু জন্ম গ্রহণ করবে এটি সে হিসেবে ২.১৭ শতাংশ।

নতুন বছরের প্রথম দিনে বিশ্বে প্রায় তিন লক্ষ ছিয়াশি হাজার শিশু জন্ম গ্রহণ করবে বলে জানিয়েছে সংস্থাটি ।

এবছরের প্রথম শিশুটি জন্ম নিবে সম্ভবত প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ কিরিবাটিস ক্রিসমাস আইল্যান্ডে আর সবচেয়ে পরে শিশুটির জন্ম হবে যুক্তরাষ্ট্রে।এছাড়াও নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে বেশি শিশু জন্মগ্রহণ করবে ভারতে যার সংখ্যা হবে প্রায় ৬৯ হাজার,দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন যেখানে প্রায় ৪৫ হাজার শিশু জন্ম নিবে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।

নতুন জন্ম নেয়া এসব শিশুদের মধ্যে অনেকেই বেঁচে থাকবে আবার এদের মধ্যে অনেকেই জন্মের প্রথম দিনেই মারা যাবে।

নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেয়া, জন্মদানের পদ্ধতিতে জটিলতা এবং জন্মের পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা মৃত্যুবরন করেন । তাই এসব শিশুর মৃত্যুরোধ করা সম্ভব ছিল বলে মনে করছে ইউনিসেফ।

শিশু মৃত্যু রোধ করার ক্ষেত্রে গত দুই দশকে বেশ অগ্রগতি হলেও পাঁচ বছর বয়সের মধ্যে যত শিশু মারা যায় তাদের মধ্যে ৪৬ শতাংশের মৃত্যু হয় জন্মের এক মাসের মধ্যে।

তাই এসব শিশুর জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশগুলোকে আহবান জানিয়েছে ইউনিসেফ।

/মজুমদার

apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত