• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

কারওয়ান বাজারে আগুনে পুড়লো ১০০ ঘর

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৮, ১৪:৩০ | আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারের রেললাইন বস্তিতে আগুন লেগে প্রায় ১০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিস জানায়, কেউ হতাহত হননি। রান্নার সময় হঠাৎ আগুন দেখতে পান বলে জানিয়েছেন বস্তির এক বাসিন্দা।

সোমবার দুপুর ১২টার পর সেখানে আগুন লাগে। বেলা একটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সম্পর্কিত খবর

    অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সাহায্য করে।

    আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন। প্রাথমিকভাবে তিনি প্রায় ১০০ ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার কথা জানান।

    দুপুর ১২টার দিকে কয়েকজনের সঙ্গে রান্নার কাজ করছিলেন বস্তির বাসিন্দা আকমা। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তিনি তাড়াতাড়ি রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করে আনেন। দ্রুত ধোঁয়া উঠতে থাকে। কোনোমতে প্রাণ বাঁচিয়ে তারা বেরিয়ে আসেন।

    বস্তিতে থাকা লোকজনের বেশির ভাগই কারওয়ান বাজারে মাছের আড়তে কাজ করে বলে জানান স্থানীয় লোকজন। সেখানে বেশ কিছু ফ্রিজ ছিল।

    রাজধানীর কারওয়ান বাজারে বস্তিতে আগুন

    /নাঈম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close