• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হলে অধিকার মিলবে না: আসামের মুখ্যমন্ত্রী

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ১০:৪৪ | আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১১:০৩
আন্তর্জাতিক ডেস্ক

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল জানিয়েছেন, নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হলে মৌলিক অধিকার পাওয়া যাবে না। টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাত্কারে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, যারা বিদেশি বলে চিহ্নিত তাদের ভোটাধিকারসহ অন্যান্য সাংবিধানিক অধিকার নেই। এদের একটাই অধিকার রয়েছে। তাহলো মানবাধিকার। তবে কেন্দ্র ‌যতদিন না এদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ততোদিন তারা রাজ্যে থাকতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত খবর

    এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আসামে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকার প্রাথমিক খসড়ায় এক কোটি ৩৯ লাখ আবেদনকারী বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের ঘনিষ্ঠদের কাছে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, এর ফলে সেখানে বসবাসরত বাংলাভাষীদের ওপর আক্রমণের কারণে তারা পশ্চিমবঙ্গে চলে আসতে পারে।

    /নাঈম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close