• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ১১:১৫
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর বিভিন্ন ইউনিটের নেতারা শ্রদ্ধা জানান।

এরপর সকাল ৮টায় কার্জন হলে কেক কেটে জন্মদিন উদযাপন করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহি সংসদ।

সম্পর্কিত খবর

    দুপুরে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন গণভবনে সাক্ষাৎ করবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

    এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

    এদিন রাজধানী ছাড়া দেশের অন্য সকল ইউনিটে আনন্দ শোভাযাত্রা করে।

    এছাড়া ৫ জানুয়ারি শুক্রবার রাজধানীসহ সারাদেশে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে ছাত্রলীগ।

    ৬ জানুয়ারি শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং রাজধানীতে অবস্থিত ছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা।

    ৮ জানুয়ারি সোমবার দুপুর ২টায় ঢাবির সোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৯ জানুয়ারি মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় অপরাজেয় বাংলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার কর্মসূচি নেয়া হয়েছে।

    /নাঈম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close