• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপির আইন সম্পাদকের বিরুদ্ধে আরো চার মামলা

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ২০:১৭ | আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২০:১৯
নিজস্ব প্রতিবেদক

আগাম জামিন নেয়ার পরও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে আরো চারটি মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি হাইকোর্ট থেকে বিএনপির এই নেতা রাজধানীর রমনা থানায় দায়ের করা দুই মামলায় হাইকোর্ট থেকে এক মাসের আগাম জামিন নেন। এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

দুই মামলায় আগাম জামিন নেয়ার পরপর গত ২৬,২৭ ২৮ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি রমনা থানায় আরো চারটি মামলা দায়ের করা হয়। প্রায় মাসখানেক চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান শেষে ব্যারিস্টার কায়সার কামাল গত ২৯ ডিসেম্বর দেশে আসেন।

সম্পর্কিত খবর

    টেলিফোনে পূর্ব পশ্চিমকে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। আমি এতদিন ধরে বিদেশে ছিলাম। তারপরও এই অগণতান্ত্রিক সরকার আমাকে রেহাই দিচ্ছে না। হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়ার পরও আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন এসব মামলা দায়ের করা হয়েছে। আমি এর বিচারের দায়িত্ব জনগণের ওপর ছেড়ে দিয়েছি। /মজুমদার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close