• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা, বেশি গোল করেছে কে?

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ২১:১০
পূর্বপশ্চিম ডেস্ক

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে বিজয়ী কিশোরীদের আজ গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের অভিনন্দিত করেছেন, উৎসাহ দিয়েছেন। সবার হাতে তুলে দিয়েছেন এক লাখ টাকা করে। এর মধ্যেই মেয়েদের জিজ্ঞেস করেছিলেন, ‘তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি গোল করেছে?’

বাংলাদেশের পক্ষে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করেছে তহুরা। প্রধানমন্ত্রীর প্রশ্নে উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দেওয়ার পর প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিল তহুরা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভবিষ্যতে আরও ভালো খেলতে হবে তোমাদের।’

সম্পর্কিত খবর

    প্রধানমন্ত্রীর দেখা পাওয়া, তাঁর মুখ থেকে নিজেদের প্রশংসা শুনে আপ্লুত অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা। তহুরা নিজেই বলছে, এটি তাঁর জন্য অনেক বড় পাওয়া। অধিনায়ক মারিয়া মান্দার কাছেও ব্যাপারটি সৌভাগ্যের ব্যাপারই।

    প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে রীতিমতো রোমাঞ্চিত তহুরা, ‘প্রধানমন্ত্রী বলেছেন তিনি আমাদের খেলা দেখেছেন। খেলা দেখে তিনি খুবই খুশি। ভবিষ্যতে আরও ভালো করার কথা বলেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আবার আজ পুরস্কারও দিলেন। খুবই ভালো লাগছে।’

    মারিয়া গর্বিত এ নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে। এই সংখ্যাটা আরও বাড়াতে চায় সে, ‘এই বয়সে প্রধানমন্ত্রীর কাছে যাওয়াটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এ নিয়ে আমি তিনবার প্রধানমন্ত্রীর কাছাকাছি গেলাম। ভবিষ্যতে ভালো খেলতে পারলে আবারও তার কাছে যাওয়া যাবে।’

    গত ২৪ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।

    সূত্র: প্রথম আলো

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close