• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যতিক্রমী পরিকল্পনা নিয়েছে জবি ছাত্রলীগ

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৮, ০৯:৫৩ | আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১০:১৩
উৎপল দাস

স্বাধীন বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস। স্বাধীকার, স্বাধীনতা থেকে শুরু করে দেশের সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান প্রশংসনীয়। সমসাময়িক রাজনীতিতে ছাত্রলীগ ঘিরে নানা বিতর্ক দেখা দিলেও ৪ জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ব্যতিক্রমী পরিকল্পনার কথা জানালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ।

পূর্বপশ্চিমবিডি.নিউজের সঙ্গে আলাপকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, আমরা আগামী বছর ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠে বই মেলার আয়োজন করার পরিকল্পনা নিয়েছি। এর আগে কখনোই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন পরিকল্পনা বা অনুষ্ঠানের আয়োজন করার ঘোষণা হয়নি বলেও জানান তারা।

সম্পর্কিত খবর

    জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম পূর্বপশ্চিমকে বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার সরকারের উন্নয়ন বইয়ের মাধ্যমে দেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭ দিনেই বই মেলার আয়োজন করতে চাই।

    জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, দেশের বইয়ের সবচে বড় বাজার হচ্ছে বাংলাবাজার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে বাংলাবাজারের অবস্থান হওয়ায় অনেক প্রকাশক ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বই মেলাতে অংশ নিবেন বলে আশা করছি। কারণ এই মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শ সবার সামনে তুলে ধরা সম্ভব হবে।

    /নাঈম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close