• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি রাখালকে আটক করেছে বিএসএফ

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৮, ০৯:৫৬ | আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১০:১৩
লালমনিরহাট প্রতিনিধি
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে রেজাউল করিম বালতি (৩৩) নামে এক বাংলাদেশি রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৭ নং সাবপিলারের নিকট থেকে তাকে আটক করা হয়। আটককৃত রেজাউল করিম বালতি উপজেলার ওই ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গা পাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র।

সম্পর্কিত খবর

    বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ওই ইউনিয়নের মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৭ নং সাবপিলারের নিকট হয়ে কয়েকজন রাখালসহ রেজাউল করিম ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দল রেজাউলকে আটক করে।

    এছাড়া এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ পত্র প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

    /নাঈম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close