• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যে কারণে রায় ঘোষণা কিছুটা বিলম্বিত হতে পারে

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৩
উৎপল দাস

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা কিছুটা বিলম্বিত হতে পারে। খালেদা জিয়া এখনো আদালতে পৌঁছাতে পারেননি এবং নামাজের বিরতির পর দুপুরের খাবারের বিরতি নিয়েই আদালত এ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।

রায় ঘোষণার জন্য ইতিমধ্যেই পুরান ঢাকার বকশি বাজারে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হয়েছেন বিচারক আকতারুজ্জামান। তবে এখনো আদালতে পৌঁছাননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আদালতের পথে রয়েছেন।

সম্পর্কিত খবর

    রায়কে ঘিরে আদালতের সামনে প্রস্তুত রাখা হয়েছে প্রিজন ভ্যান। অর্থ আত্মসাতের অভিযোগে করা এই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সাজা হলে বিএনপি নেত্রীকে কারাগারে নেওয়ার জন্যই আদালত চত্বরে প্রিজন ভ্যান রাখা হয়েছে।

    রায়কে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসার মাঠে আদালত অঙ্গনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে কারাগারে থাকা দুই আসামি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে আদালতে হাজির করা হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close