Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯, ৮ ফাল্গুন ১৪২৫
  • ||
শিরোনাম

কিভাবে বেড়ে উঠছে সাগর-রুনির সন্তান মেঘ?

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৬ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট icon

২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি দম্পতিকে ঢাকায় তাদের ভাড়া বাসায় নৃশংসভাবে হত্যা করা হয়। সেই ঘটনা তখন সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। আলোচিত এ হত্যাকাণ্ডের ছয় বছর হয়ে গেলও এই হত্যাকান্ডের কোনো রহস্য জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এই হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী নিহত দম্পতির ৫ বছরের শিশু সন্তান মেঘ। মেঘ এর বয়স এখন ১১ বছর।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেঘের মামা নওশের রোমান বলেন, আর দশটি বাচ্চার মতই মেঘ স্কুলে যাচ্ছে, ক্রিকেট কোচিং করছে। আত্মীয় বন্ধুদের মাঝে বেড়ে উঠছে। কিন্তু বাবা মার আদর ছাড়া যেভাবে বেড়ে ওঠে একটি বাচ্চা সেভাবেই সে বেড়ে উঠছে।

বাবা মার কথা সবসময় মনে করে সে। তবে মেঘ চায় না তার পরিবার টিভি বা মিডিয়ার সামনে কথা বলুক।

তিনি আরোও বলেন, "কদিন আগে সে বলছিল আমরা যেন মিডিয়ার সাথে কথা না বলি এবার মৃত্যুবার্ষিকীতে। তার প্রশ্ন কথা বললে কি তার বাবা মা কখনো ফিরে আসবে? যে কথা বললে তারা ফিরে আসবে না সে কথা বলে কি লাভ?"

মেঘ যত বড় হচ্ছে তার ছোট মনে এই ধরনের হালকা ক্ষোভ ধীরে ধীরে বেড়ে উঠছে বলে জানান নওশের রোমান।

apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত