• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জেলকোডে নির্দেশনা না থাকায় খালেদাকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে : আইজি প্রিজন

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৪
নিজস্ব প্রতিবেদক

জেলকোডে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো নির্দেশনা দেয়া নেই। তাই খালেদাকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

তিনি বলেন, জেলকোড অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি কারাগারে ডিভিশন পাবেন, সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো নির্দেশনা দেয়া নেই।

সম্পর্কিত খবর

    রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

    আইজি প্রিজন বলেন, জেলকোড মেনে খালেদা জিয়াকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে। তাকে ডিভিশন দেয়া হয়নি। তাকে সাধারণ কয়েদিদের মতো খাবার দেয়া হচ্ছে। তবে বাইরে থেকে তাকে ড্রাই ফুড (শুকনা খাবার) দেয়ার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া তাকে ব্যক্তিগত কোনো সুবিধা দেয়া হয়নি।

    এর আগে আজ বেলা সোয়া ১১টার দিকে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জিয়া জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ দেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close