• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাত কলেজের ২২৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

প্রকাশ:  ১২ জুন ২০১৮, ১২:১৯
নিজস্ব প্রতিবেদক

শৃঙ্খলা ভঙ্গ ও পরীক্ষায় নানা অনিয়মে জড়িত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২২৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও গত ৯ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার অধিকতর তদন্তের জন্য নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় কয়েকজন শিক্ষার্থীকে একাধিক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের দুইশ’র বেশি শিক্ষার্থীকে পরীক্ষায় নকলে জড়িত থাকার অভিযোগে নানা মেয়াদে শাস্তির সুপারিশ করা হয়েছে।

পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান, হাজি মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদসহ আরো দুই শিক্ষক।

কলেজ,ঢাকা বিশ্ববিদ্যালয়,শিক্ষার্থী,বহিষ্কার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close