• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেসি কি পারবেন দলকে জেতাতে!

প্রকাশ:  ২১ জুন ২০১৮, ১৩:৪৭
স্পোর্টস ডেস্ক

এক দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে শাসন করে চলেছেন মেসি৷ পায়ের জাদুতে এমন সব অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন যা দেখে বিশ্বের প্রায় সমস্ত প্রান্তে থাকা ফুটবলপ্রেমীরা ঈশ্বরের জায়গা দিয়েছেন তাঁকে৷ কিন্তু মহাভারতের মহারথী কর্ণের মতই প্রয়োজনের সময় রথের চাকা বসে যাওয়ার রেকর্ড রয়েছে মেসির৷ যার জন্য দু’টি বিশ্ব কাপে অংশ নিয়েও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি এলএম-টেন৷

সম্পর্কিত খবর

    রাশিয়ার মাটি-তে তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেও হতাশ করলেন লিও৷ আইসল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি মিস করেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড৷ ১-১ গোলে ড্র হয় ম্যাচ৷ বিশ্বকাপে পেনাল্টি মিস করে আর্জেন্টিনার সমর্থকদের কাছে ‘খলনায়ক’ হয়েছেন মেসি৷

    অন্যদিকে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করেছেন মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ রাশিয়া বিশ্বকাপে এখনও অবধি দু’টো ম্যাচ খেলেছে পর্তুগাল৷ দুই ম্যাচে পর্তুগালের করা মোট গোলের সংখ্যা চার৷ যে চারটি গোলই করেছেন পর্তুগালের সেরা তারকা ফরোয়ার্ড৷ বুধবার মরক্কোর বিরুদ্ধে পর্তুগালের একমাত্র গোলটিও সিআর সেভেনের হেড থেকে এসেছে৷

    কোয়ালিফায়ারের ‘ডু অর ডাই’ শেষ ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূলপর্বে এনেছেন মেসি৷ যার ফলে অনেকেই মনে করেছিলেন শেষ পর্যন্ত আর্জেন্টিনার প্রয়োজনের সময় কাজে আসলেন এই তারকা ফরোয়ার্ড৷ কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি মিস করে দেশে আবার সমালোচনার মুখে পড়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান ফুটবলার৷

    বৃহস্পতিবার ভারতীয় সময় রাত্রি ১১.৩০ মিনিটে রাশিয়ার নিজনি নভগোরড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা৷ বিশ্বকাপের লড়াইয়ে থাকার জন্য এই ম্যাচে জয় মেসিদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ পাশাপশি এই ম্যাচে বিশ্বজুড়ে অগণিত ফুটবল ফ্যানরা তাকিয়ে থাকবেন এলএম-টেনের দিকে৷ মেসিফ্যানরা চাইছেন গোল করে দলকে জেতান মেসি৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close