• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘গণপরিবহনে যৌন হয়রানি হলেই রুট পারমিট বাতিল’

প্রকাশ:  ১১ জুলাই ২০১৮, ১৯:৩৭ | আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৯:৪১
নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে যৌন হয়রানির শিকার হলে সেই গাড়ির রুট পারমিট বাতিল করার মতো শাস্তির ব্যবস্থা আছে।

বুধবার (১১ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য বেগম লুৎফা তাহেরের ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এরইমধ্যে এ সংক্রান্ত অপরাধে একটি গাড়ির রুট পারমিট বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, গণপরিবহনে নারীর ভোগান্তি দূরীকরণে বিআরটিএ প্রতিনিয়ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। এছাড়া গণপরিবহনে নারী ও প্রতিবন্ধীদের জন্য প্রতিটি বাসে ৯টি আসন সংরিক্ষত রয়েছে। গণপরিবহনে যৌন হয়রানি হলে তার রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিলের ব্যবস্থা আছে। এর আগে ২০১৭ সালের ২৫ অক্টোবর ঢাকা মেট্রো গ-১৪-৩৯৬৩ নম্বর গাড়িটির রুট পারমিট বাতিল করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমরা ইতিমধ্যে বেসরকারিভাবে মহিলা বাস সার্ভিস চালু করেছি। আরও ৮টি বাস নামানোর প্রক্রিয়া চলছে। বহরে আসবে।

/আরকে

ওবায়দুল কাদের,যৌন হয়রানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close