• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় যা যা থাকছে

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১৪:৪২ | আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৫:১৩
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শনিবার (২১ জুলাই) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক গণসংবর্ধনার আয়োজন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সঙ্গীতশিল্পী, অভিনয়শিল্পী ও চিত্রশিল্পীরাও থাকছেন প্রধানমন্ত্রীর সংবর্ধনায়।

সংবর্ধনাস্থলে শেখ হাসিনার শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত জীবনের নানা পর্যায়ের চিত্র এঁকে প্রদর্শন করা হচ্ছে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে। চিত্রপ্রদর্শনীতে প্রধানমন্ত্রীর অর্জন ও সফলতার গল্পও থাকবে। বিকেল ৩টায় সংবর্ধনা মঞ্চে পৌঁছার আগে দেশের উন্নয়ন ও সফলতার গল্প নিয়ে সঙ্গীতশিল্পী ও অভিনয়শিল্পীরা কোরিওগ্রাফি করবেন।

সংবর্ধনাস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই এবং তাদের দুজনকে নিয়ে লেখা কিংবা সম্পাদিত বইও প্রদর্শিত হচ্ছে।

সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন ও অর্জনের তথ্যসংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার শোভা পাবে।

ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার নেতাকর্মীদের উপস্থিতিতে হচ্ছে বিরাট জমায়েত। ধারণা করা হচ্ছে, এ অনুষ্ঠানে তিন লক্ষাধিক লোকের সমাগম ঘটছে।

-একে

প্রধানমন্ত্রী,গণসংবর্ধনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close