• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ ৭৫ পরবর্তী সময়ে গণতন্ত্রের নামে ধোঁকাবাজি হয়েছে’

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১৭:২২ | আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৭:৫৯
নিজস্ব প্রতিবেদক

বিকাল সাড়ে তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এক ঘণ্টা নানা আনুষ্ঠানিকতার পর শুরু করেন বক্তব্য।

তিনি তার বক্তব্যে বলেন, ৭৫ এর ১৫ আগস্টে অন্ধকার নেমে আসে সারা বাংলাদেশে। আমি হারালাম আমার পরিবারকে।

প্রধানমন্ত্রী বলেন, সেদিনের সেই নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন থেমে যায়। ক্ষমতা চলে যায় একদল স্বার্থন্বেষীর হাতে। জনগণ হারায় তাদের গণতাান্ত্রক অধিকার।

তিনি আরও বলেন, তারা ক্ষমতায় গিয়ে ক্ষমতা উপভোগ করেছে, দুনির্তী আর লুটপাতের খেলায় মেতেছিল। জনগণের সঙ্গে তারা গনতন্ত্রের নামে ধোঁকাবাজি করেছে।

প্রসঙ্গত, ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন, মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো, অস্ট্রেলিয়ার সিডনি থেকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করায় আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।

/আরকে

শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close