• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নৈশপ্রহরীকে গলাকেটে, জড়িত সন্দেহে যুবককে পুড়িয়ে হত্যা

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৮, ১২:৫০ | আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৭:০৩
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনার পর জড়িত থাকার সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়ার পর পুড়িয়ে হত্যা করেছে এলাকাবাসী।

এ সময় দু’পক্ষের উত্তেজনায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক পরিণত হয় রণক্ষেত্রে। বৃহস্পতিবার (৯ আগস্ট) ভোরে এই হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার জগদল ডাঙ্গাপাড়া এলাকার সুরুজ মিয়া (৪৫) ও একই এলাকার তারামিয়ার ছেলে রবিউল ইসলাম (২৬)।

এ ঘটনায় আহতরা হলেন, একই এলাকার শহীদ (৩০) ও তার তিন বছরের ছেলে একরামুল। এদের মধ্যে শহীদকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একরামুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নামাজ পড়ে ফেরার পথে সুরুজ মিয়া, শহীদ ও তার তিন বছরের শিশু একরামুলকে কুপিয়ে পালিয়ে যায় একই এলাকার রবিউল ইসলাম। এ সময় ঘটনাস্থলেই মারা যায় সুরুজ মিয়া। পূর্ব শত্রুতার জের এই ঘটনা ঘটে। এই ঘটনার পর সকাল ৬টা থেকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী।

পরে এলাকাবাসী রবিউলকে ধরে নিয়ে এসে গণপিটুনি দেয়। পরে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনার জেরে সকাল থেকেই দফায় দফায় মহাসড়ক অবরোধ করে দু’পক্ষের লোকজন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সকাল ১০টার দিকে যানচলাচল শুরু হয়।

/পি.এস

দিনাজপুর,সন্ত্রাসী,হামলা,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close